শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

ব্লগ এবং ওয়েবসাইট SEO


সবাই কেমন আছেন?  আমি ভালই আছি, আশা করি আপনারাও ভাল আছেন।
আজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কিছু আলোচনা করবো।একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট বানাতে চাইলে সবচেয়ে প্রয়োজন হলো আপনার সাইট কে এসিও করানো। এসিও না করলে ব্লগ বা ওয়েবসাইট গুগল সার্চ এ আসবে না আর না আসলে আপনার সাইট এ কখনো ভিজিটর বাড়বে না।কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে আমাদের ওয়েবসাইট বা ব্লগসাইটে যেনো অনেক ভিজিটর থাকে।তবে দেরি না করে আমরা এসিও এর বিষয় টি জেনে নেই।

সাইট মাপ তৈরী করা

প্রথমে আমাদের সাইট এর জন্য সাইট মাপ বানাতে হবে।আর ভালো সাইট মাপ তৈরী করে দেয় http://www.xml-sitemaps.com/ ।তাই এই সাইট এ গিয়ে আপনার ওয়েবসাইট বা ব্লগের ঠিকানা দিয়ে একটি সাইট মাপ বানিয়ে ফেলুন।তারপর সাইট মাপ কে আপনার ব্লগে বা ওয়েবসাইটের সার্ভের এ আড্ করুনএবং আপনার সাইট লিঙ্ক এ ক্লিক করুন।সাইট মাপ ভেরিফিকেশন করা হয়ে গেলো।

গুগল ভেরিফিকেশন

এখন আমরা এই সাইট লিঙ্ক কে গুগল এবং বিং ওয়েবমাস্টারে সাবমিট করবো যাতে গুগল এবং বিং এ কেও আপনার সাইট সার্চ দিলে তা খুঁজে পাওয়া যায়।এর জন্য আগে আপনাকে http://www.google.com/webmasters/ এ একাউন্ট করতে হবে অথবা সরাসরি জিমেল আইডি দিয়ে লগিন করতে পারেন।তারপর আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট এর ঠিকানা বসিয়ে দিন এবং গুগল এইচটিএমএল কোড টি আপনার ব্লগ বা ওয়েবসাইটের মেটায় বসে দিন এবং ভেরিফাইড এ ক্লিক করুন।এখন গুগল ওয়েবমাস্টারের সাইট মাপ এ ক্লিক করে আপনার সাইট মাপ টি সাবমিট করুন বাস কাজ শেষ।

বিং ভেরিফিকেশন

এখন আমরা বিং এ আমাদের সাইট সাবমিট করবো আর সেজন্য আমাদের কে http://www.bing.com/toolbox/webmaster এ লগিন করতে হবে হটমেইল একাউন্ট দিয়ে যাদের নেই টাকা একাউন্ট করে নিবেন।এখন আড্ সাইট এ গিয়ে আপনার ব্লগ বা ওয়েবসাইটের ঠিকানা আড্ করুন এবং দ্বিতীয়বার আপনার সাইট মাপ এর ঠিকানা দিয়ে পুনরায় আড্ এ ক্লিক করুন।এখন বিং থেকে পাওয়া এইচটিএমএল কোড টি আপনার ব্লগ বা ওয়েবসাইটের মেটা তে বসে দিন এবং ভেরিফাইড এ ক্লিক করুন।

মেটা টাগ তৈরী করা

এখন আমরা মেটা তৈরী করবো।নিচে দেখুন কিভাবে মেটা তৈরী করা হয়:
<html>
<head>
<title>”এখানে আপনার ব্লগস্পট এর টাইটেল দিন”</title>
<meta name=”keywords” content=”এখানে কমা দিয়ে দিয়ে আপনার কি ওয়ার্ড গুলো বসান।” >
</head>
</html>
এখন মেটা তৈরী হয়ে গেলে এই মেটা আপনার ব্লগ বা ওয়েবসাইটের মেটাতে বসে দিন।

এখন আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইট এর বিজ্ঞাপন করতে থাকুন এবং বিভিন্ন ব্লগে আপনার সাইট এর ঠিকিনা দিয়ে কমান্ট করুন।আস্তে আস্তে দেখবেন আপনার সাইট টি গুগল এর প্রথম পেজে চলে এসেছে।সবাই ভালো থাকবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন