সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

PD-Proxy দিয়ে কম্পিউটারে Free Internet ব্যাবহার করুন।

PD-Proxy কি?
PD-proxy একটি নিরাপদ এবং Free VPN service ব্যাবহারকারী Software, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বিনামুল্যে Internet সেবা গ্রহণ করতে পারবেন। PD-Proxyতে একটি Free Account করে আপনি প্রতিদিন 100 MB Internet সম্পূর্ণ ফ্রি-তে ব্যাবহার করতে পারবেন। এটি Internet এ ব্যাবহারিত আপনার সকল ডাটাকে Encrypt করে ডাটাকে নিরাপদ রাখে, যার ফলে অন্য কোনো ব্যাবহারকারী বা Hacker-রা আপনার কোনো ডাটা বা তথ্য চুরি করতে পারবে না।

এখন আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে PD-Proxy এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই।

ব্যাবহার বিধিঃ
PD-Proxy VPN Service
ধাপ ১# প্রথমে http://www.pdproxy.com/ এই লিঙ্ক এ গিয়ে Signup For FREE লিখাতে ক্লিক করুন।



 ধাপ ২# এরপর নিচের ছবির মত একটি রেজিস্ট্রেশন ফরম আসবে। এটা যথাযত ভাবে পূরন করে Signup এ ক্লিক করুন।





ধাপ ৩#  এরপর আপনার দেওয়া Email ID তে একটি Confirmation mail প্রেরণ করা হবে।
আপনার ইমেইল আইডিতে প্রবেশ করে Inbox হতে mail টি ওপেন করে Confirmation Link এ ক্লিক করতে হবে। এরপর তা আবার PD-Proxy ওয়েব সাইটে Redirect হবে।
এরপর এখান থেকে PD-Proxy  Softwareটি download করে নিন।


ধাপ ৪#   ডাউনলোড হবার পর PD-proxy_VPN.zip বা .rar ফাইলটি open করুন। এখান থেকে PD-Proxy.exe ফাইলটি Administrative mode এ open করুন।


ধাপ ৪#  এরপর চিত্রের মত আপনার রেজিস্টার-কৃত User name ও Password দিয়ে Connect বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে connection পেয়ে যাবে।


 এখন থেকে প্রতিদিন এভাবে Free 100 MB internet ব্যাবহার করুন কোনো ঝামেলা ছাড়া।
এরপরও কোনো সমস্যা হলে আমাকে জানাবেন- Facebook এ।

*************************ধন্যবাদ*****************************

শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

গুগল এডসেন্স এর মাধ্যমে ঘরে বসে ইনকাম


এডসেন্স গুগল এর একটি প্রতিষ্ঠান,গুগল এডসেন্স অনলাইন ভিত্তিক  বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপন দাতা সংস্থা। সহজ ভাষায় এডসেন্স হচ্ছে ব্লগ বা অয়েব সাইট থেকে টাকা ইনকাম করার জন্য সব চেয়ে ভাল মাধ্যম। আপনার যদি একটি ভাল মানের ব্লগ  বা অয়েব সাইট থাকে তাহলে আপনি খুব সহজেই শত শত ডলার ইনকাম করতে পারবেন এডসেন্স এর মাধ্যমে।adsense earning
এডসেন্স কেন ? Why AdSense? 
আপনার অয়েব সইট থেকে টাকা ইনকাম করতে সাহায্য করাই এডসেন্স এর কাম্য। বতর্মান সয়ে ্রায় সকল ধরনের জি্নিত্র অনলাইনেই পাওয়া সম্ভব,তাই অনেকেই তাদের পন্য বিক্রির জন্য অনলাইন ভিত্তিক এড দিয়ে থাকে,আর যেহেতু অনলাইন বিজ্ঞাপন প্রদর্শনেরউত্তম মাধ্যম হছে ডসেন্স,তাই সবাইনির্দিষ্ পরিমান অর্থের  বিনিময়ে এডসেন্স কেই বেছে নেয়।সেই সকল এড আপনার অয়েব সাইট এ প্রদর্শনের মাধ্যমে আপনি ডলার ইনকাম করতেপারবেন,  যদি  আপনার একটি ভালো মানের ব্লগ বা অয়েব সাইট থাকে,সেই সাইটে যদিডসেন্স এর এড ব্যবহার করেন আর সেই এড এ যদি কেউ ক্লিক করে তাহলে এডসেন্স সেই ক্লিক এর জন্য আপনাকে টাকা প্রদান করবে।

এডসেন্স কিভাবে পাবেন ?How to earn AdSense?
এডসেন্স একাউন্ট পেতে হলে আপনাকে তদের সকল শর্ত মানতে হবে। প্রথমেই আপনার একটি মানসম্মত ব্লগ বা অয়েব সাইট থাকতে হবে। যদি থাকে তাহলে www.google.com/adsense এই সাইট এ গিয়ে সাইন আপ এ ক্লিক করুন এবার  যে ফর্ম টি আসবে তাতে সঠিক তথ্য প্রদান করুন। যদি সব কিছু ঠিক থাকে তাহলে এডসেন্স এক থেকে দুই দিন এর মধ্যে আপনাকে জানাবে যে আপনি এডসেন্স এর যোগ্য কিনা।যদি এডসেন্স থেকে আপনার সাইট টি এপ্রুভ করা হয় তাহলে আর দেরি না করে  এডসেন্স থেকে এড কোড নিয়ে আপনার সাইট এ  কোড গুলি বসিয়ে দিন আর শুরু করে দিন ডলার ইনকাম।Adsense
আপনি কি পারবেন এডসেন্স থেকে ইনকাম করতে?
Can you earn from AdSense?
হ্যাঁ আপনিও পারবেন এডসেন্স থেকে ইনকাম করতে,কিন্তু তার জন্য আপনাকে সামান্য পরিশ্রম করতে হবে। ক‌য়েকটি গুন আপনার মধ্যে থাকতেই হবে যেমনঃ আপনাকে কিছুটা ইংরেজি জানতে হবে,ইন্টারনেট সম্বন্ধে ধারনা থা্কতে হবে,,ইনকাম করার জন্য ধৈয‍‌ ধারন করার ক্ষমতা থাকতে হবে। আপনার অয়েব সাইটে ভাল মানের ভিজিটর থাকতে হবে, আর সাইটে প্রচুর ভিজিটর আনার জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে এক থেকে দুইটি  পোষ্ট করতে হবে। পোষ্টগুলি অবশ্যই আপনার নিজের লেখা হতে হবে,তাহলেই আপনার সাইটে ভিজিটর বারবে ,আর যত ভিজিটর আসবে তত ক্লিক এর সংখ্যা বারবে তখন ইনকামও বারবে। চেষ্টা করে দেখুন আপনিও পারবেন অনলাইন থেকে ঘরেবসে ইনকাম করতে।আপনার মতোই হাজারো বাঙালি ঘরে বসে ইনোকাম করছে তাহলে আপনি পারবেন না কেন? আসাকরি ছোটবেলার কথাটা ভুলে যাবেন না কখনোই “এক বার না পারিলে দেখ শত বার”।

কোথায় এডসেন্স ব্যবহার করা যায়?
Where can I use AdSense?
ডসেন্স ব্যবহার করে টাকা ইনকাম করতে চাইলে আপনাকে একটি প্রাইমারি ডোমেইন থাকতে হবে,যেমনঃwww.abcd.com, তবে যারা প্রথম দিকে টাকা খরচ করে com ডোমেইন কিনতে চান না তদের জন্যও ব্যবস্থা আছে, আপনি প্রথম দিকে www.blogger.com সাইট থেকে একটি ব্লগ বানিয়েও টাকা ইনকাম করতে পারবেন।আপনার ব্লগে বা সাইটের সার্চ বক্স এর মধ্যেও এড বসাতে পারবেন।ইউটিউব এ এড বসিয়েউ ইনকাম করা যায়।তবে ব্লগারে এড ব্যবহার করাই সবচেয়ে ভাল।
কিভাবে এডসেন্স থেকে টাকা প্রদান করা হয় ?
How to provide money from AdSense?
এডসেন্স থেকে টাকা পাওয়ার মাধ্যম হচ্ছে চেক, এডসেন্স চেক এর মাধ্যমে টাকা প্রদান করে থাকে,আপনার ইনকাম যখন ১০ ডলার অতিক্রম করবে তখন এডসেন্স আপনার এড্রেস ভেরিফাই করার জন্য একটা চিঠি পাঠাবে আপনার দেয়া ঠিকানায়, যদি এড্রেস টি ভেরিফাইড হয়ে থাকে তাহলে আপনার ইনকাম ১০০ ডলার অতিক্রম করলেই এডসেন্স আপনাকে চেক পাঠিয়ে দিবে।Make money adsense
এডসেন্স ব্যবহার করে কত  টাকা ইনকাম করা সম্ভব?
How many money/Taka can I earn from AdSense?
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এডসেন্স থেকে কত টাকা ইনকাম করা সম্ভব?অনেকেই এডসেন্স কে সোনার হরিণ বলে মনে করেন। এডসেন্স এর ইনকাম এর অনুপাত দারাবে আপনার কঠোর পরিশ্রম এর উপর,আপনি যত পরিশ্রম করবেন তত বেশি ইনকাম করতে পারবেন।প্রতিদিন যদি আপনার সাইটে  ১০০০ ভিজিটর আসে তাহলে ৪-৬ ডলার এর মত আয় করতে পারবেন,তবে  ভাল কিওয়ার্ড থাকলে আর বেশি আয় করতে পারবেন।এডসেন্স প্রতি ক্লিক এর জন্য .১ সেন্ট থেকে শুরু করে ২০০ ডলার পযন্ত দিয়ে থাকে।চলুন দেখে নেয়া যাক কিছু অয়েব সাইট এর ইনকাম……………

Earnings Ranking 
Website
Ad Sense Earnings $
Views per month
#1  
Mash-able
600,000
25 million
#2
Digital Point
500,000
#3
Plenty Of Fish
400,000
#4
Digg
250,000
30 million
#5
Tech Crunch
240,000
#6
Tweet meme
225,000
#7
Perez Hilton
200,000
30 million
#8
Weblogs
190,000
25 million
#9
Shoe Money
140,000
#10
Click India
85,000
5.5 million
এই অয়েব সাইট গুলি প্রতি মাসে  লাখ লাখ আমেরিকান ডলার আয় করছে শুধু মাত্র এডসেন্স এর এড ব্যবহার করে,আসা করি কিছুটা হলেও ধারনা হয়েছে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন।

ডাউনলোড করে নিন WordPress এর কয়েকটি Premium থিম


কেমন আছো বন্ধুরা…?
 আমরা অনেকে আমাদের ব্লগ অথবা ওয়েবসাইট এর জন্যে ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে থাকি। ওয়ার্ল্ড এর ৭০% মানুষ এখন ওয়ার্ডপ্রেস ইউজ করে সাইট এর জন্যে। আর ওয়ার্ডপ্রেস সাইট এর ডিজাইন এর জন্যে আমাদের দরকার পরে থিম এর। অনেক থিম পাওয়া যায় ফ্রি তে আবার কিছু কিনতে হয়। আপনি আপনার ব্লগ অথবা সাইট কে সুন্দর চকচকে একটি রুপ দিতে চাইলে কাস্টম থিম ব্যাবহার করতে পারেন অথবা কিনেও নিতে পারেন। আজ আমি কয়েকটি থিম দিচ্ছি যা মুলত কিনতে হয়। তবে আমার দেয়া লিংক থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন।
থিম নেইমঃ SAHIFA - ThemeForest
ডেমোঃ http://themeforest.net/item/sahifa-responsive-wordpress-newsmagazineblog/2819356
sahifa themeforest theme free download

Download link—  http://bit.ly/VEg09g

থিম নেইমঃ MODULUS by RocketTheme
ডেমোঃ http://demo.rockettheme.com/wordpress/wp_modulus/
free download modulus theme

Download link— http://bit.ly/VMKLWF
টিউনারপেজ এ এই আমার প্রথম পোস্ট। তবে জয়েন যখন করেছি সুতরাং রেগুলার পোস্ট করবো আর তোমাদের গরম গরম সব থিম দিবো। এছারাও তোমাদের রিকুয়েস্ট এর থিম থাকলে কমেন্ট এ জানাতে পারো।
এরকম আরও থিম নিয়ে আসছি পরের বার। আমার সাথেই থাকুন।

ব্লগ এবং ওয়েবসাইট SEO


সবাই কেমন আছেন?  আমি ভালই আছি, আশা করি আপনারাও ভাল আছেন।
আজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কিছু আলোচনা করবো।একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট বানাতে চাইলে সবচেয়ে প্রয়োজন হলো আপনার সাইট কে এসিও করানো। এসিও না করলে ব্লগ বা ওয়েবসাইট গুগল সার্চ এ আসবে না আর না আসলে আপনার সাইট এ কখনো ভিজিটর বাড়বে না।কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে আমাদের ওয়েবসাইট বা ব্লগসাইটে যেনো অনেক ভিজিটর থাকে।তবে দেরি না করে আমরা এসিও এর বিষয় টি জেনে নেই।

সাইট মাপ তৈরী করা

প্রথমে আমাদের সাইট এর জন্য সাইট মাপ বানাতে হবে।আর ভালো সাইট মাপ তৈরী করে দেয় http://www.xml-sitemaps.com/ ।তাই এই সাইট এ গিয়ে আপনার ওয়েবসাইট বা ব্লগের ঠিকানা দিয়ে একটি সাইট মাপ বানিয়ে ফেলুন।তারপর সাইট মাপ কে আপনার ব্লগে বা ওয়েবসাইটের সার্ভের এ আড্ করুনএবং আপনার সাইট লিঙ্ক এ ক্লিক করুন।সাইট মাপ ভেরিফিকেশন করা হয়ে গেলো।

গুগল ভেরিফিকেশন

এখন আমরা এই সাইট লিঙ্ক কে গুগল এবং বিং ওয়েবমাস্টারে সাবমিট করবো যাতে গুগল এবং বিং এ কেও আপনার সাইট সার্চ দিলে তা খুঁজে পাওয়া যায়।এর জন্য আগে আপনাকে http://www.google.com/webmasters/ এ একাউন্ট করতে হবে অথবা সরাসরি জিমেল আইডি দিয়ে লগিন করতে পারেন।তারপর আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট এর ঠিকানা বসিয়ে দিন এবং গুগল এইচটিএমএল কোড টি আপনার ব্লগ বা ওয়েবসাইটের মেটায় বসে দিন এবং ভেরিফাইড এ ক্লিক করুন।এখন গুগল ওয়েবমাস্টারের সাইট মাপ এ ক্লিক করে আপনার সাইট মাপ টি সাবমিট করুন বাস কাজ শেষ।

বিং ভেরিফিকেশন

এখন আমরা বিং এ আমাদের সাইট সাবমিট করবো আর সেজন্য আমাদের কে http://www.bing.com/toolbox/webmaster এ লগিন করতে হবে হটমেইল একাউন্ট দিয়ে যাদের নেই টাকা একাউন্ট করে নিবেন।এখন আড্ সাইট এ গিয়ে আপনার ব্লগ বা ওয়েবসাইটের ঠিকানা আড্ করুন এবং দ্বিতীয়বার আপনার সাইট মাপ এর ঠিকানা দিয়ে পুনরায় আড্ এ ক্লিক করুন।এখন বিং থেকে পাওয়া এইচটিএমএল কোড টি আপনার ব্লগ বা ওয়েবসাইটের মেটা তে বসে দিন এবং ভেরিফাইড এ ক্লিক করুন।

মেটা টাগ তৈরী করা

এখন আমরা মেটা তৈরী করবো।নিচে দেখুন কিভাবে মেটা তৈরী করা হয়:
<html>
<head>
<title>”এখানে আপনার ব্লগস্পট এর টাইটেল দিন”</title>
<meta name=”keywords” content=”এখানে কমা দিয়ে দিয়ে আপনার কি ওয়ার্ড গুলো বসান।” >
</head>
</html>
এখন মেটা তৈরী হয়ে গেলে এই মেটা আপনার ব্লগ বা ওয়েবসাইটের মেটাতে বসে দিন।

এখন আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইট এর বিজ্ঞাপন করতে থাকুন এবং বিভিন্ন ব্লগে আপনার সাইট এর ঠিকিনা দিয়ে কমান্ট করুন।আস্তে আস্তে দেখবেন আপনার সাইট টি গুগল এর প্রথম পেজে চলে এসেছে।সবাই ভালো থাকবেন।

রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১

উৎস

কেমন আছো বন্ধুরা? আমি ভাল আছি। কোন সমস্যা হলে আমাকে জানিও...।